বালিয়াকান্দিতে নিজের জমি দখলমুক্ত করলেন ইসলাম মন্ডল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাসস্ট্যান্ডে সরকারি কলেজ সংলগ্ন ১২ শতক জমি কলেজের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে জোরপূর্বক দখল করে রাখলেও গত ১০ আগষ্ট প্রকৃত জমির মালিক মোঃ ইসলাম উদ্দিন মন্ডল দখল মুক্ত করে মালিকানা বুঝে নেন।
এবিষয়ে উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে মোঃ ইসলাম উদ্দিন মন্ডল জানান, আমার ভোগ দখলীয় নিজ নামীয় ইলিশকোল মৌজার ৭৩০ নং খতিয়ানের বিএস - হাল ৮৮ রেকডিয় ১২ শতক জমিতে থাকা টিনসেটের ৮ কক্ষ বিশিষ্ঠ ঘরে দোকান ভারা দেওয়া ছিলো কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের দূস্কৃতিকারীরা কলেজের নাম ভাঙ্গিয়ে ভাংচুর করে অবৈধ দখল করে রাখে। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করে। এবং আমার জমিতে থাকা দোকান ঘর ভাড়া নিয়ে যারা ব্যাবসা করছিলো তাদের রুটিরুজি বন্ধ হয়ে যায়। এবিষয়ে ওহাব মন্ডল জানান, আমি উক্ত জমিতে থাকা টিনসেটের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যাবসা পরিচালনা করতাম কিন্তু দোকান ঘর ভেঙ্গে ফেলায় আমরা অন্যত্র চলে যেতে বাধ্য হই। ওপর ভারাটিয়া কাঠ ব্যাবসায়ী তপন ভৌমিক ও মালেক শেখ জানান ঘরমালিক ইসলাম উদ্দিনের নিকট হতে ভাড়ানিয়ে আমরা কাঠের ব্যাবসা করতাম কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে ২০০৯ সালে দুস্কৃতিকারীরা ঘরগুলো ভেঙ্গেফেলে অবৈধ ভাবে দখল করে রেখেছিলো।
What's Your Reaction?