বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালন

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Dec 16, 2024 - 21:30
 0  11
বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালন

বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রধিতে কর জীবন দান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসন, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের  উপস্থিতিতে এ দিবসটি পালন করা হয়। 

সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে ৩১ বার  তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন। এরপর সকল মসজিদ, মন্দির ও গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 

বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে উদিচি শিল্পগোষ্টির শিল্পীদের নিজ কন্ঠে গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান  ও অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তিন বাহিনীর সদস্যরা, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা কুচকাওয়াজ করেন। কুচকাওয়াজ শেষে বালিয়াকান্দি উপজেলায় জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধােদের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়।

 বিকালে বালিয়াকান্দি উপজেলা শিশু পার্কে মহান বিজয় মেলার আয়োজন করা হয়। বিজয় মেলায় সকল সরকারি ও বিভিন্ন রকমারির স্টলের আয়োজন করা হয়। পরে বালিয়াকান্দি মৎস্য অফিসের কর্মচারি মোঃ শহিদুল মাছ চাষের নিয়মাবলি তুলে ধরেন। বিজয় মেলায় বর্ণিল আলোকসজ্জায় সন্ধ্যাকালিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow