বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে কলেজ ছাত্রির অনশন

বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি
Jun 4, 2024 - 10:40
 0  32
বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে কলেজ ছাত্রির অনশন

রাজবাড়ী বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে এনজিও কর্মীর বাড়িতে অনশন করছেন এক কলেজ ছাত্রি। সোমবার (৩ রা জুন)  সোমবার বিকেলে বালিয়াকান্দি ইউনিয়নের পূর্বমৌকুড়ি গ্রামে পবন মল্লিককে ছেলে ভিপিকেএ ফাউন্ডেশনের কর্মী আব্দুল কাইয়ুম মল্লিকের (৩২) বাড়িতে অনশন করেন মোছাঃ মিতু খাতুন (২০) নামের ওই কলেজছাত্রী। পার্শ্ববতী পাংশা উপজেলার বাসিন্দা মিতু খাতুন বলেন, ১৫ দিন আগে একবার বিয়ের দাবিতে কাইয়ুম মল্লিকের বাড়িতে এসেছিলাম, তবে স্থানীয় লোকজন ও দুই পরিবারের মধ্যস্থতায় বাড়ি ফিরে গেলেও এবার সারাজীবন থাকতে কাইয়ুম মল্লিকের বাড়িতে আসছি। চার মাস আগে আমার বাড়িতে এনজিও শাখা খুলতে গিয়ে পরিচয় হয়, কাইয়ুমের সঙ্গে। এর পর থেকে কাইয়ুম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে সে। বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃস্বর্ণা বেগম বলেন, ওই মেয়েটি আগেও একবার এ বাড়িতে এসেছিল। সেদিন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ আবারও ওই মেয়ে এসেছে । ছেলের বাড়িতে কেউ নেই, বলে মেয়ে বাড়ির বাইরে অবস্থান করছে। আর এনজিও কর্মী কাইয়ুম মল্লিক আগেও দুই বিয়ে করেছে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow