বালিয়াকান্দিতে মোটর সাইকেল হতে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
মোটর সাইকেল হতে ছিটকে পড়ে কলেজ ছাত্র রাহাদ মোল্লা কাঞ্চন(২৪) এর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর ইটভাটার নিকটে। বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস জানায়, বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার মোল্লার ছেলে কাঞ্চন রাত ৮টার দিকে মোটর সাইকেলে বহরপুর হতে বাড়ী ফেরার পথে রায়পুর ইট ভাটার নিকট অটোভ্যানের সাথে লেগে ছটকে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু ঘটে। সে ফরিদপুর পলি টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল। তাকে বালিয়াকান্দি কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে।
What's Your Reaction?