বালিয়াকান্দিতে লেবু বাগান হতে এক গৃহবধুর মরদেহ উদ্ধার
বালিয়াকান্দিতে লেবু বাগান থেকে সালমা আক্তার(৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। প্রায় ১৬ বছর আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামদ্দির সঙ্গে বিয়ে হয় তার। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
ইসলামপুর ইউপি সদস্য সোরাপ হোসেন জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেয়া জমিতে বাড়ি করে সে ছেলে মেয়ে নিয়ে বসবাস থাকতেন। সে বৃহস্পতিবার বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। নানা বাড়িতে না পেয়ে ফেরার পথে লেবু বাগানের কাছে তার মায়ের স্যান্ডেল পথে পড়ে থাকতে দেখে সে বাগানের ভিতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন । পরে পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, গতরাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে, লেবু বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?