বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকিন্দিতে "সাথে নিয়ে বিজ্ঞান, করবো সব সমস্যার সমাধান" স্লোগানে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ১০ টায় বালিয়াকান্দি ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয় I
এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আনিসুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা সংস্থার পরিচালক মোঃ মোকাররম হোসেন, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অপূর্ব মন্ডল, শোভা রানী, ইউপি সদস্য মর্জিনা বেগম প্রমুখ।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আবুল বাশারI
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ১২০ জন শিক্ষার্থী I অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন, এ্যাসেড সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ শাহ্জাহান সিদ্দিকI
সেমিনারে উপস্থিত বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীসহ সকলকে বিজ্ঞান চর্চাসহ বিজ্ঞানমনস্ক হওয়ার কোন বিকল্প নেই।
শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ের স্টিকার, বিজ্ঞান বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
Apr 4, 2024 0 1795
Mar 30, 2024 0 876
Feb 17, 2024 0 773
Apr 3, 2024 0 512
Mar 15, 2024 0 484
Apr 2, 2025 0 2
Apr 2, 2025 0 6
Apr 2, 2025 0 4
Apr 2, 2025 0 3
Apr 2, 2025 0 4
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।