বালিয়াকান্দির বহরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
জনগনের অংশগ্রহণ, নিশ্চিত করবে এলাকার উন্নয়ন’ স্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২ নং বহরপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এদিন ২ কোটি ১৪ লক্ষ ৭২ হাজার ৮৩৬ টাকা ঘোষণা করা হয়।
২ নং বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলার ২ নং বহরপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য গন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আরব আলী শেখ সহ নির্বাচিত ৫ নং ওয়াডের সদস্য মো: খলিলুর রহমান, ৮ নং ওয়াড সদস্য মোঃ মুরাদ বিশ্বাস, ১ নং ওয়াড সদস্য মোঃ শুকুর শেখ, ৬ নং ওয়াড সদস্য মোঃ নজরুল ভুইয়া, ৩ নং ওয়াড সদস্য মোঃ মিজানুর রহমান, ৪ নং ওয়াড সদস্য মোঃ বাবুল মল্লিক ও মহিলা সদস্য সহ সুধী সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের শুরুতেই বাজেটের কপি ইউনিয়ন পরিষদের সচিব সহ নির্বাচিত সকল সদস্য গন ২ নং বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর হাতে তুলে দেন। পরে সচিব সহ সকল সদস্য এর সম্মতিক্রমে বাজেট পাঠ করে শোনান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
What's Your Reaction?