বালিয়াকান্দি মনিমুকুর কিন্ডার গার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বালিয়াকান্দি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনিমুকুর কিন্ডার গার্টেনের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৮ ও ৯ ফ্রেবুয়ারী (বৃহস্পতি ও শুক্রবার) সকাল ৯ টায় বালিয়াকান্দি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মনিমুকুর কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রফিকুদদৌলা বাবলুর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন বালিয়াকান্দি পাইলট উর্চ্চবিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহেল মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক ও বিভিন্ন পেশাজীবি মানুষ, বিদ্যালয়ের সকল শিক্ষক - শিক্ষিকা সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী সহ সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী করা হয়।
What's Your Reaction?