বালিয়ায়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অব: সেনা কল্যাণ সমিতির আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
২১ শে নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯ টার সময় বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরি ও ক্লাবে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) মোঃআঃ রশিদের সভাপতিত্বে ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) মোঃ আঃ মোমেনের সঞ্চালনায়, বালিয়াকান্দি উপজেলার সকল অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ মোমেন, সিনিয়র ওয়ারেন্ট সার্জেন্ট এম শফিকুল আলম, সিনিয়র ওয়ারেন্ট সার্জেন্ট ভূবন চন্দ্র দাস প্রমূখ।
আলোচনা সভায়, সভাপতি তার বক্তব্যে বলেন - সশস্ত্র বাহিনী দিবস ( বাংলা- সশস্ত্র দিবস বাংলাদেশে ২১ শে নভেম্বর পালিত হয়। ১৯৭১ সালের সেই দিনটিকে বুজায়। যখন বাংলাদেশ সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক ভাবে একত্রিত হয়েছিল এবং পাকিস্তান দখলদার বাহিনীর বিরুদ্ধে যৌধ অভিযান শুরু করেছিল। বাংলাদেশ সৃষ্টির পিছনে যে কয়েকটি দিবস অত্যান্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত তন্মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম একথা নিধিধায় নিঃসংকোচে বলা যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চালিকাশক্তি ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ১৯৭১ সালে মার্চ মাসে পাকিস্তান সামরিক বাহিনীতে বিদ্রোহ করা, প্রায় ২৬ হাজার সুপ্রশিক্ষিত বাঙ্গালী সদস্যের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং ১৬ ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়। যেহেতু সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথমে ৫ টি ও পরবর্তী নবপ্রতিষ্ঠিত আরো ৩ টি ব্যাটালিয়নই ছিল, মুল চালিকা শক্তি। সে একক ভাবে নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্বে। সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্বলিত ভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সুচনা করে। সে জন্যই ২১ নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইলফলক হিসাবে সশস্ত্র বাহিনী দিবসকে গৌরবের সঙ্গে স্মরণ করা হয়।
What's Your Reaction?