বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Mar 12, 2025 - 13:58
 0  2
বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, সংঘর্ষ চলাকালে গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং তার মাথায় গুরুতর আঘাত ছিল। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোস্তাক হাসান) বলেন, “আহত রিকশাচালক মারা গেছেন বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গত শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একদিন আগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান চালানো এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ চরমে ওঠে। পরে শুক্রবার সন্ধ্যায় দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা প্রায় চার ঘণ্টা ধরে চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিকশাচালক গোলাম হোসেন ওই সময় রিকশা রেখে হেঁটে বাসায় যাচ্ছিলেন। সংঘর্ষের মধ্যে পড়ে একপক্ষ তাকে প্রতিপক্ষের কর্মী ভেবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়া গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে রাজশাহীর দড়িখড়বোনা মহল্লায় ভাড়া থাকতেন এবং শহরে রিকশা চালিয়ে সংসার চালাতেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow