বিএনপির দুর্দিনের সাহসী নেতা ছিলেন গাজী নুরুজ্জামান বাবুল

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, “যে সকল অকুতোভয় বীর সৈনিক বিএনপির পুনর্গঠনে কাজ করেছেন, দলের কঠিন সময়ে হাল ধরেছেন এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে পাশে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ছিলেন তাদের অন্যতম।”
শনিবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পৌর কবরস্থানে জেলা বিএনপির আয়োজনে গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বহুবার জেল খেটেছেন। জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেও তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। দল আজীবন তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আ ক ন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক, শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






