বিএনপির রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে--ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এবং বিএনপি এখন এই অন্ধকার থেকে বের হতে পারছে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, গত সাধারণ নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির কাছে লবিং করেছিল এবং ষড়যন্ত্র করেছিল যাতে উন্নত দেশগুলোর দ্বারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় এবং নির্বাচন বানচাল করা যায়। তিনি বলেন, বৈশ্বিক সংকটের ঢেউ বাংলাদেশেও পৌঁছেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে দেশের মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রায় ৮০ শতাংশ নেতা-কর্মী আ.লীগ সরকার কর্তৃক নির্যাতিত-নির্যাতনের অভিযোগের বিষয়ে আ.লীগ মহাসচিব বলেন, আমি মির্জা ফখরুলকে বলব এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকতে। তালিকা প্রকাশ করুন। এই ৮০ শতাংশ কর্মী কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস এবং আমির খসরু সবাই ধীরে ধীরে জেল থেকে বেরিয়ে যান।" বিএনপির রাজনীতিকে নেতিবাচক দাবি করে তিনি বলেন, বিএনপির রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে বিএনপি দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এবং দিন দিন কমে যাচ্ছে। বিএনপির এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি কখনোই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি কারণ পাকিস্তান বিএনপির হৃদয় ও চেতনায় রয়েছে। আওয়ামী লীগ কখনই কোনো বিদেশী শক্তি বা রাষ্ট্রের অধীন নয়। তিনি বলেন, "বাংলাদেশ আমাদের হৃদয়ে এবং বাংলাদেশ আমাদের চেতনায়। এটাই আমরা আমাদের হৃদয়ে ধারণ করি।" সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো ইফতার পার্টি না করে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে। উল্টো তিনি বলেন, বিএনপি শহরের বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করছে এবং এসব ইফতার পার্টির আয়োজন করে বিএনপি ক্ষমতাসীন আ’লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে। আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
What's Your Reaction?