‘বিজনেস টার্মস’ বই বিক্রির আয় যাবে গাজার অসহায় মানুষের সহায়তায়

কুবি প্রতিনিধিঃ
Apr 15, 2025 - 11:51
 0  7
‘বিজনেস টার্মস’ বই বিক্রির আয় যাবে গাজার অসহায় মানুষের সহায়তায়

ফিলিস্তিনের গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছেন দুই বাংলাদেশি শিক্ষক। তাঁদের লেখা বই ‘Business Terms’ বিক্রির আয় থেকে প্রতিটি কপিতে নব্বই টাকা গাজাবাসীর সহায়তায় প্রদান করা হবে।

সম্প্রতি বইটির ফেসবুক গ্রুপ ও পেইজে এক ঘোষণায় জানানো হয়, চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু করে আগামী কোরবানির ঈদ পর্যন্ত বিক্রি হওয়া প্রতিটি বইয়ের আয়ের অংশ মানবিক সহায়তা হিসেবে পাঠানো হবে গাজায়।

বইটি যৌথভাবে লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার রিয়াজ হাফিজ।

লেখকদ্বয় বলেন, ‘ফিলিস্তিনের গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে আমরা একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। “Business Terms” পরিবারের পক্ষ থেকে যতগুলো বই বিক্রি হবে, তার নির্দিষ্ট অংশ গাজাবাসীর জন্য ব্যয় করা হবে। আমরা বিশ্বাস করি, সচেতন পাঠকরা এই উদ্যোগে আমাদের সঙ্গে থাকবেন।’

উল্লেখ্য, ‘Business Terms’ বইটি ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি ব্যবসায়িক পরিভাষার সহজ ব্যাখ্যা ও উদাহরণভিত্তিক একটি সহায়ক গ্রন্থ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow