বিজয়নগরে বয়স্কদের সম্পূর্ণ বিনামূল্যে কোরআন মাজিদ শিক্ষা কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা জামে মসজিদে বিনামূল্যে বয়স্ক মানুষদের মাঝে তাসমিয়া ট্রাস্ট এর উদ্যোগে কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে।
তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ সরকার অনুমোদন প্রাপ্ত অরাজনৈতিক অলাভজনক ধর্মীয় সেবামূলক একটি প্রতিষ্ঠান। যার লক্ষ হচ্ছে সারা বাংলাদেশের যুবক এবং প্রাপ্ত বয়স্ক মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ কোরআন শিক্ষাদান ও সুন্নতি তরিকায় নামাজের পদ্ধতি সমূহ শিক্ষা প্রদান। এ সময় অত্র মসজিদের সহ-সভাপতি মোঃ হারিজ ভুঁইয়া,ও বিশিষ্ট ব্যবসায়ী মহসিন মিয়া জানান,আমরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতেছি,এতে আমাদের কোন পারিশ্রমিক দিতে হয় না, শুধুমাত্র হুজুরের খারের ব্যবস্থা করে থাকি।তাই সময় নষ্ট না করে আপনারাও চাইলে বিশুদ্ধ কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন।
তারই অংশ হিসেবে খিরাতলা জামে মসজিদে প্রতিদিন প্রশিক্ষন দিচ্ছেন হযরত মাওলানা আব্দুল বারী। প্রতিদিন বাদ মাগরিব থেকে এশার পর্যন্ত এবং এশার নামাজের পরে ১ ঘন্টা ক্লাস নেওয়া হয়।
খিরাতলা জামে মসজিদের নুরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল বারী, বলেন, যারা বাল্যকালে কোরআন শিক্ষা করতে পারেননি এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ। যাদের বিশুদ্ধ কোরআন শিক্ষা গ্রহণ করার ইচ্ছুক অবশ্যই খিরাতলা জামে মসজিদে যোগাযোগ করবেন।
What's Your Reaction?