বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন এর শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাউরা কবি সানাউল হক কলেজ মাঠে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন(বিজিবি -২৫)।
০৮ জানুয়ারি বিকাল ৩ টায় বিজিবি'র বছরব্যাপী আর্ত মানবতার সেবায় অসহায় দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক, বিওপি কমান্ডার এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?