বিজয়নগরে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। দেশের অন্যান্য উপজেলার মতো এখানেও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউরা কবি ছানাউল হক কলেজ মাঠে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছেন দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রাহকেরা। এ প্রসঙ্গে তথ্য সংগ্রহকারী মোছা. হনুফা ইয়াছমিন বলেন, ‘যারা ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাঁরা নতুন ভোটার হতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন—জন্ম নিবন্ধনের বাংলা ও ইংরেজি কপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর ইত্যাদি জমা দিতে হবে।’
বিজয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে যারা এখনো আসছেন, তাঁদের তথ্যও আমরা নিচ্ছি। আমাদের দুটি টিম এই কার্যক্রমে কাজ করছে এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।’
নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি তথ্য হালনাগাদের মাধ্যমে ভোটার তালিকা আরও সঠিক ও যুগোপযোগী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






