বিজয়নগরে জাবালে নূর মাদ্রাসার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের উত্তর পাশে ওয়েস্টার্ন প্লাজায় রূপালী ব্যাংকের নিচতলায় জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পীরে কামেল শায়খে শ্রীপুরী মাওলানা আবুল কালাম আজাদ, এবং সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ও হাফেজ মাওলানা মোস্তফা আল হোসাইনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হাজী মো. আরফুজ আলী, মো. আনোয়ার হোসাইন, প্রবাসী মো. সুমন ভূঁইয়া, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শিপন ভূঁইয়া, কালিকচ্ছ মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জল হক, করাতকান্দি সরাইল মাদ্রাসার মুহতামিম আখতার হোসাইন, পল্লী চিকিৎসক ডা. আজিজুল হক কাজল এবং সাংবাদিক হাফেজ মাওলানা শামীম উসমান গণী।
বক্তারা বলেন, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। তারা অভিভাবকদের তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করানোর আহ্বান জানান।
পরিশেষে সাহেবজাদা (কণিকারা হুজুর) মাওলানা আতিকুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
What's Your Reaction?






