বিজয়নগরে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সীমান্তবর্তী উপজেলায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মিরাশানী পলিটেকনিক একাডেমি খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমদিনের খেলায় ২টি দল অংশগ্রহণ করেন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাধবপুর উপজেলা ফুটবল একাডেমিকে ২-৩ গোলে পরাজিত করে মিরাশানী বন্ধু স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রেহান উদ্দিন ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক জামির হোসেন দস্তগীর।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভুইঁয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার হোসেন ইকতার, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ, বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েম ইকবাল বোখারী, সাবেক ছাত্রদল নেতা উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী আসাদুল হক শিপন, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ দীলিপ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু তাহের ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ সভাপতি রাকিব হাজারী, বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য শরীফ দস্তগীর, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইমরান, জেলা ছাত্রদলের সসংগঠনিক সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান হৃদয় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দরা জানান, আমাদের বিজয়নগর উপজেলাটি একটি সীমান্তবর্তী উপজেলা তাই আমাদের মাদকের বিষয় সবচেয়ে সতর্ক থাকতে হবে। মাদক যুব সমাজ কে ধ্বংস করে। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করে মাদক থেকে দূরে রাখতে।
What's Your Reaction?