বিজয়নগরে বহিস্কৃত শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ, নির্বাচনে অনিয়মের অভিযোগ
বিজয়নগর উপজেলা শিক্ষা সপ্তাহে উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার একজন বহিস্কৃত শিক্ষককে দেওয়ার কারনে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জনসাধরনের মনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়াও কিছু পুরস্কার ও অনুষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে উপজেলা জুড়ে চলছে সমালোচনা, ক্ষোভ ও প্রতিবাদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ১৭ অক্টোবর। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুধু আনুষ্ঠানিকতা করে বাকি পুরস্কার প্রদান করা হয় গোডাউন থেকে।
এই পুরস্কার বিতরণীতে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নানের দপ্তরি নিয়োগের ঘুষ গ্রহনের অডিও রেকর্ড ভাইরালসহ বিদ্যালয়ের ৯৩ লাখ টাকার দুর্নীতির দায়ে বহিষ্কৃত শিক্ষককে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। শতবর্ষী, আধুনিক সুযোগ সুবিধা নিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নামে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন নামের নতুন একটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত ঘোষণা করা হয়েছে। যা নিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে সমালোচনা ও প্রতিবাদের জড়।
অপরদিকে একজন শিক্ষার্থীর তিনটি বিষয়ের উপরে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও নিয়ম বহির্ভূতভাবে জাকিয়া সুলতানা জান্নাত নামের ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম করেজের এক শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার, বাংলা রচনা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ মোট ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। একই কলেজের সবুজ আহমেদ পিনন নামের আরেক শিক্ষার্থীকে লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, নির্ধারিত বক্তৃতা ও লোক সংগীত এই ৪ টি ক্যাটাগিরতে শ্রেষ্ঠ নির্ধারণ করা হয়।
নিম্ন মানের ক্রেস প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রথম কয়েকটি দিয়ে বাকি গুলো গোডাউন থেকে বিতরণ করা নিয়ে উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, নিম্ম মানের ক্রেস প্রদান করা হয়েছে, অনেক ক্রেস ভাঙ্গাচুরা। অনেকে পুরস্কার গ্রহন করতে এসে ক্রেস না পেয়ে খালি হাতে ফেরত যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই সব অপমান করার জন্য উপজেলার ডেকে আনার মানে হয় না।
২০২৩ শিক্ষা সপ্তাহের কোন অনুষ্ঠান করা হয়নি বলে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষক প্রতিবেদককে জানান, তাদের কথা মতো বিভিন্ন বিষয়ে যাদের খাতা-কলমে নির্বাচিত করেছে তাদের অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তারা এখনো ২৩ সালের ক্রেস ও সার্টিফিকেট পায়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, দলগত ও একক মিলে কয়েকজন একাধিক পদে নির্বাচিত হয়েছে। তাছাড়া জেলায় ভালোভাবে প্রতিযোগিতা করার জন্য কিছু সিলেকশন করা হয়। জেলা শহর থেকে ক্রেস আনার পথে কিছু নষ্ট হয়েছে। প্রতিষ্ঠান প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার কিছুদিন পর বহিস্কার হয়েছে।
What's Your Reaction?