বিজয়নগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিল্যাক ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিল্যাক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (রবিবার) বিকাল ৩ টায় উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাটে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচশত সেবাগ্রহীতার মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বুখারী মোল্লা, যুগ্ন আহবায়ক ইয়ার মোহাম্মদ রাসেল, আক্তার হোসেন, আলী হোসেন, নূর মোহাম্মদ আরাফাত ও হাসেম কিবরিয়া,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবু তাহের ভূইয়া।
আরো উপস্থিত ছিলেন, চম্পকনগর ইউনিয়ন যুবদলের সভাপতি রেদুয়ান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুম সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা জয়, হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন, চর ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল্লাহ, পত্তন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: জালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম, ইছপুরা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, উপজেলা যুবদলের সদস্য সাব্বির আহমেদ, শরীফ দস্তগীর, জামাল মিয়া ও আব্দুল কাদির। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সাদ্দাম আবু ইউসুফসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকাশ্যে মানুষের সাহায্য সহযোগিতা করতে পারি নাই। আজ ১৭ বছর পর এই প্রথম আমরা মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেে পেরেছি। আগামীদিনে আমাদের এই ধরনের মহৎ কাজ অব্যাহত থাকবে।
What's Your Reaction?