বিজয়নগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 16, 2025 - 20:51
 0  11
বিজয়নগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের দাবিতে নাদিয়া নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে। বর্তমানে নাদিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

জানা গেছে, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নাদিয়ার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। বিয়ের পর থেকেই স্বামী দুলাল যৌতুকের জন্য নাদিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ প্রয়োগ করা হতো তাকে।

গতকাল সন্ধ্যায় যৌতুকের টাকা না পাওয়ায় দুলাল নাদিয়াকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে নাদিয়ার পরিবার এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় নাদিয়ার পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow