বিজয়নগরে সবজির বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হাতাশায় কৃষক

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Jan 3, 2025 - 19:49
 0  23
বিজয়নগরে সবজির বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হাতাশায় কৃষক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে সবজির বাম্পার ফলন হলেও লোকসান গুণতে হচ্ছে চাষীদের। বাজারে সবজির মূল্য কম হওয়ায় কৃষকরা আশানুরূপ মূল্য পাচ্ছে না। যার ফলে প্রতিটি কৃষকের মুখে এখন হতাশার চাপ। প্রতিটি ফুলকপি ১০ টাকা আর  মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। লাভের আশায় সবজি চাষ করে বিপাকে পড়েছেন তারা।  

৫ বিঘা জমিতে সবজি চাষ করে ৫০ হাজার টাকারও অধিক লোকসান হবে বলে ধারণা কৃষক আলী হোসেনর। তার মতে কৃষি কাজ করে কৃষকদের এভাবে লোকসান গুণতে হলে কৃষকেরা কৃষি কাজ থেকে সরে যাবেন।

আরেক কৃষক মোঃ রমজান মেম্বার তার প্রায় তিন বিগা জমিতে সবজি চাষ করেছেন। সবজির বাজার মূল্য কম হওয়ায় পুঁজি নিয়ে ঘরে উঠতে হিমশিম খাচ্ছেন তিনি।

এসময় কথা হয়- মহন মিয়া, রেনু মিয়া, হারুন মিয়া, ফরিদ মিয়া, জারু মিয়াসহ বেশ কয়েকজন কৃষকের সাথে। তারাও জানান তাদের লোকসানের কথা। এ নিয়ে ভিষন চিন্তিত রয়েছে কৃষক-শ্রমিকরা।

বাজারে সবজির যথেষ্ট কদর থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে বলে জানান বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খাঁন। তার মতে বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা যথেষ্ট মূল্যে সবজি বিক্রি করলেও কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না।  যার জন্য প্রতিটি কৃষক হতাশায় ভুগছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow