বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক আটক

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Sep 26, 2024 - 18:57
 0  10
বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিক আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), মোঃ আবুলের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মোঃ আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী। জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। এসময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow