বিভিন্ন বয়সী পাঠকের আগমনে জমজমাট ভ্রাম্যমাণ বইমেলা 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 25, 2024 - 17:14
 0  2
বিভিন্ন বয়সী পাঠকের আগমনে জমজমাট ভ্রাম্যমাণ বইমেলা 

বিভিন্ন বয়সী পাঠকের আগমনে জমজমাট হয়ে উঠেছে ফরিদপুরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা।  চারদিনব্যাপী ‌এ  ভ্রাম্যমাণ বইমেলা শেষ হচ্ছে বৃহস্পতিবার। 

বুধবার বইমেলার তৃতীয় দিন বিকেলে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে মেলায় বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছে। 
এছাড়া বিভিন্ন স্কুল এর শিক্ষার্থী এসব বই সংগ্রহ করছেন। 
খোঁজ নিয়ে জানা গেছে ‌ প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বইমেলা ছাড়াও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু-কিশোর
দের চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ।
খোঁজ নিয়ে জানা গেছে বইমেলায় শিশু ও কিশোর গল্পের বই , রূপকথার বই, কার্টুন,কিশোর আনন্দ, ছোট গল্প, কবিতার বই , ছাড়া ও  ইংরেজি শিখার বই ‌ রিডিং ফর প্লেজার ‌ বিক্রি হচ্ছে ভালো। কর্মকর্তারা বলছেন তারা ফরিদপুরে এসে অনেক ভালো সাড়া পাচ্ছেন।
মেলা উপলক্ষে ‌ বিশ্ব সাহিত্য কেন্দ্র ৩০ শতাংশ এবং  অন্যান্য প্রকাশনীর ২৫%ছাড় দেয়া হচ্ছে ।
এদিকে মেলায় আসা  বেশ কয়েকজন শিক্ষার্থী জানান তারা এই ধরনের মেলার আসতে পেরে আনন্দিত।    এখান থেকেই তারা অপেক্ষাকৃত কম দামে তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারছেন। ভবিষ্যতে এ ধরনের মেলা‌ আবারো অনুষ্ঠিত হবে এটাই তাদের প্রত্যাশা।
উল্লেখ করা যেতে পারে গত সোমবার থেকে চার দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow