বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 31, 2024 - 13:20
May 31, 2024 - 13:20
 0  6
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব তামাক মুক্ত দিবস- উপলক্ষে  ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে শুক্রবার সকাল দশটায় এ উপলক্ষে একটি র‍্যালী শহর প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ  মোঃ ফজলুল হক খাঁন, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দীকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার‌  শৈলেন চাকমা,পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ সাঈদ আনোয়ার,
ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোঃ শাহাবুদ্দিন,
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ তাওহীদ হোসেন,ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ সহ ফরিদপুরের সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন এনজিও সমূহ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন মাদক নিয়ন্ত্রণে যেমন সামাজিক সচেতনতা দরকার তেমনি মাদকের চাষ বন্ধ 
করতে হবে। তা না হলে এই সমস্যা সমাধান অসম্ভব। বক্তারা বলেন,  মাদক নিয়ন্ত্রণে শুধু সরকারী পদক্ষেপ যথেষ্ট নয়, এর জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসতে হবে।
বক্তারা মাদকের বিরুদ্ধে  সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow