বৃক্ষ মেলায় একটি আম গাছ বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকায়
ফরিদপুর বৃক্ষ মেলায় একটা আম গাছ বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকায়।
থাইল্যান্ডের এই আমগাছ টি পাওয়া যাচ্ছে ফরিদপুর নার্সারি নামে একটি স্টলে।
জানা গেছে, উক্ত আম খুব সুস্বাদু, রসালো, তাছাড়া প্রতিটি আম প্রায় এক ফুট পর্যন্ত লম্বা হয় ।
আমের রং অনেকটাই গোলাপি ধরনের। বিক্রেতারা জানান, মেলায় ফল গাছের মধ্যে এ গাছটির দাম সর্বোচ্চ।
আর এই গাছটিকে দেখার জন্য বৃক্ষ মেলায় দর্শকরা প্রতিনিয়ত স্টলটিতে ভিড় করছে ।
What's Your Reaction?