বেগমগঞ্জে প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের বিরুদ্ধে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 28, 2025 - 19:27
 0  5
বেগমগঞ্জে প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের বিরুদ্ধে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, টাকা উত্তোলন এবং স্কুলের তহবিল আত্মসাতের অভিযোগে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়াম। সোমবার (২৮ এপ্রিল) শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী এবং দাতা সদস্যরা সেখানে একত্রিত হয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় বিভিন্ন বক্তা অভিযোগ করেন যে, প্রধান শিক্ষক ইউনুস নবী মনিক স্কুলের তহবিল থেকে মোট ৫৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ রয়েছে। ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, ‘‘ইউনুস নবী এর আগে দুর্নীতির দায়ে গ্রেফতার হন এবং তার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও নষ্ট হয়েছে। তিনি করোনা মহামারীর সময় শিক্ষার্থীদের ফরম ফিলামের টাকা আত্মসাৎ করেন, যা শোচনীয়।’’

তিনি আরও বলেন, ‘‘বিদ্যালয়ের তহবিলের ১৬ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি নিজে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিয়েছেন। তাই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলী জানান, ‘‘ইউনুস নবী ২০১৫ সাল থেকে স্কুলের তহবিল থেকে অর্থ আত্মসাৎ করছে এবং এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’

স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘‘আমরা শুধু চাই, হেড স্যারের পদত্যাগ। তিনি অনেক দুর্নীতি করেছেন, আমরা আর কিছু চাই না।’’

বিক্ষোভ ও প্রতিবাদের ফলে বিদ্যালয়ের পরিস্থিতি এখন উত্তপ্ত, এবং স্থানীয় জনগণ দাবি করছে, বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক ইউনুস নবী মনিককে অবিলম্বে বহিস্কার করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow