বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষক প্রফেসর পদে পদোন্নতি লাভ

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 8, 2025 - 22:12
 0  12
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষক প্রফেসর পদে পদোন্নতি লাভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুইজন খ্যাতিমান শিক্ষক, ড. মো. এমদাদুল হক এবং ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, সম্প্রতি প্রফেসর পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁদের এই সাফল্য বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিশাল গৌরবের বিষয়।

ড. মো. এমদাদুল হক দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিরসন বিষয়ে গবেষণা ও শিক্ষাদানে অবদান রেখে চলেছেন। তাঁর গবেষণা কর্ম জলবায়ু পরিবর্তন, দুর্যোগ প্রস্তুতি এবং সম্প্রদায়ভিত্তিক ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অন্যদিকে, ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে বিভাগের শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাঁর গবেষণা ও নেতৃত্বগুণ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত।

পদোন্নতির পর বিভাগের শিক্ষার্থীরা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানায় এবং বিভাগের সাফল্যে উল্লাস প্রকাশ করে। শিক্ষার্থীরা তাঁদের কাছ থেকে ভবিষ্যতে আরও বড় সহযোগিতার আশা ব্যক্ত করে।

প্রফেসর পদে পদোন্নতি প্রসঙ্গে দুই শিক্ষকই বলেছেন, "আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষত, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা তাঁদের পাশে থাকব এবং সম্ভাব্য সবধরনের সহায়তা করব।"

তাঁদের এই সাফল্য উপলক্ষে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা একত্রে আনন্দ প্রকাশ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তাঁদের এই অর্জনে গর্বিত এবং ভবিষ্যতে তাঁদের নেতৃত্বে আরও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow