বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার প্রশাসনের উদ্যোগে ‘আবু সাঈদ বই মেলা’

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 10, 2025 - 19:01
 0  4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার প্রশাসনের উদ্যোগে ‘আবু সাঈদ বই মেলা’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ-কে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ‘আবু সাঈদ বই মেলা’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ১১০তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে এই বইমেলা ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যা চলবে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলা পুরোপুরি প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন এক প্রত্যাশার সৃষ্টি করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম জানান, “আগে সংগঠনগুলোর উদ্যোগে বইমেলা হতো, কিন্তু এবার প্রশাসন দায়িত্ব নিয়েছে, যা মেলাটিকে আরও বড় পরিসরে আয়োজনের সুযোগ করে দেবে। আশা করছি, এটি আরও গোছানো ও সফল হবে।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম বলেন,
"আমাদের এবারের বইমেলা নিয়ে প্রত্যাশা আগের চেয়ে আরও বেশি। আমি আনন্দিত যে প্রশাসন এবার সরাসরি দায়িত্ব নিয়েছে এবং বইমেলার নাম শহীদ আবু সাঈদের নামে করা হয়েছে। আশা করছি, এবারের আয়োজন আরও গোছানো ও সুন্দর হবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বইমেলায় অংশগ্রহণকারীদের কোনো স্টল বরাদ্দের জন্য অর্থ দিতে হবে না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে ক্ষুদ্র প্রকাশক ও উদ্যোক্তাদের জন্যও দারুণ সুযোগ তৈরি হবে, যা বইমেলাকে আরও প্রাণবন্ত করবে।

শিক্ষার্থীরা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ বইমেলার পরিসর আরও প্রসারিত করবে এবং পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করবে।

আগ্রহীদের স্টল কনফার্ম করতে অনলাইনে আবেদন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow