বেরোবিতে ‘অফিস ম্যানেজমেন্ট’ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 16, 2025 - 14:29
 0  3
বেরোবিতে ‘অফিস ম্যানেজমেন্ট’ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান আজ বুধবার (১৬ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “নতুন জ্ঞান অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং মেধা ও শ্রম দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে।” কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে আইকিউএসি যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow