বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 14, 2025 - 02:06
 0  4
বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজন করা হয় ঘুড়ি উৎসব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ঘুড়ি উৎসব বাংলার আবহমান গ্রামীণ ঐতিহ্যের অংশ। এ উৎসব বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজন করা হলো।”

তিনি আরও জানান, বাংলা নববর্ষকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে চলছে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি। পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থাপিত হবে উত্তরবঙ্গের কৃষ্টি ও সংস্কৃতি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘুড়ি উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow