বেরোবিতে শেখ পরিবারের নামাঙ্কিত হল ও ম্যুরালের নামফলক ভাঙলেন শিক্ষার্থীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা দুটি হল এবং একটি ম্যুরালের নামফলক ভেঙে ফেলেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ এবং বঙ্গবন্ধু ম্যুরালের নাম পরিবর্তন করে ‘মুক্ত মঞ্চ’ ঘোষণা করেন তারা।
অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলা হয়, তবে এখনো এর নতুন নাম ঘোষণা করা হয়নি।
এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, "আমরা বেরোবিতে শেখ পরিবারের কোনো চিহ্ন রাখবো না। শুধু এখানেই নয়, রংপুরের কোথাও যেন তাদের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।"
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং তারা শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
What's Your Reaction?






