বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা হস্তান্তর, সহায়তার আশ্বাস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Feb 27, 2025 - 00:21
 0  7
বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা হস্তান্তর, সহায়তার আশ্বাস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত ৩৬ শিক্ষার্থীর আর্থিক সহায়তা ফরম হস্তান্তর করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলী।
উপাচার্য ড. শওকত আলী বলেন, "শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।"
ফরম গ্রহণের সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এই প্রথমবার বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যথাযথ প্রক্রিয়ায় সর্বাধিক সংখ্যক আহত শিক্ষার্থীর ফরম জমা পড়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
ফরম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব এবং মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আলী, এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow