বেরোবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Mar 10, 2025 - 16:35
Mar 10, 2025 - 16:36
 0  7
বেরোবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে "প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই সেমিনারে গবেষণা ও উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হলে গবেষণার বিকল্প নেই। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে।" তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে গবেষণা ও স্কিল ডেভেলপমেন্টে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল)-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। 'রিসোর্স পার্সন' হিসেবে বক্তব্য রাখেন ড. মো. রেজাউল ইসলাম খান (মিশিগান টেকনোলজি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র) এবং ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা (সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি)।

সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সেমিনার গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে এবং তাদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow