বোয়ালমারীতে নিখোঁজ শিশু শিক্ষার্থীর লাশ‌ উদ্ধার 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 14, 2024 - 18:55
 0  7
বোয়ালমারীতে নিখোঁজ শিশু শিক্ষার্থীর লাশ‌ উদ্ধার 

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজ শিশু শিক্ষার্থীর লাশ‌ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক শিশু আলিফ মোল্লা (১০)  নামে একজন  শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার কামারহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে।

  জানা গেছে গতকাল বিকেল পাঁচটার পর আলিফ মোল্লা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করেও শিশুটিকে পায়নি। সাতৈর ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে উক্ত পরিবারকে খবর দেয়। 
পরবর্তীতে উক্ত পরিবারের লোকজন বোয়ালমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আলিফের চাচা শামিম মোল্যা বাদি হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। যার নম্বর ০৮, তারিখ: ১৪/০৬/২০২৪।
লাশ উদ্ধারের স্থলে অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিদর্শন করছেন।
এছাড়া শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিশু আলিফ মোল্লার লাশ বোয়ালমারী থানা থেকে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে‌।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow