বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানার মালিক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিরু মুন্সীকে ১ লাখ টাকা জরিমানা 

এমএম জামান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি
Mar 6, 2024 - 13:24
 0  14
বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানার মালিক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিরু মুন্সীকে ১ লাখ টাকা জরিমানা 

ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে ওই টাকা জরিমানা করে অবৈধ কারখানাটি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় এ অভিযান চালানো হয়।  
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। 
আদালত পরিচালনাকারী নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় জনৈক হিরু মুন্সির  ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
জনস্বার্থে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow