বোয়ালমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গোলারপাড় এলাকায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
এ প্রতিযোগিতার পাশাপাশি তৈলমর্দন ও পিচ্ছল কলাগাছে ওঠার মতো ঐতিহ্যবাহী খেলাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব।
ঘোড়দৌড় দেখতে আসা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে এসেছি এবং ফেসবুকে লাইভের মাধ্যমে যারা আসতে পারেননি, তাদের জন্যও মেলার দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছি। এখানে এসে খুব ভালো লেগেছে, দারুণ আনন্দ উপভোগ করছি।’
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল বাশার বিপ্লব বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। সেই ঐতিহ্য ধরে রাখতে এবং মানুষের ঈদ বিনোদনকে আরও আনন্দময় করে তুলতে আমরা এ আয়োজন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও গুনবহা ইউনিয়নের সাধারণ মানুষের বিনোদনসহ সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।’
ঘোড়দৌড় প্রতিযোগিতায় সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাসান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান হাসান, উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ জাকারিয়া, নওশের মোল্লা, ইশারত খান প্রমুখ।
What's Your Reaction?






