বোয়ালমারীতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতার আগমনে অভিনন্দন শুভেচ্ছা বিনিময় 

এমএম জামান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি
Nov 19, 2024 - 21:14
 0  4
বোয়ালমারীতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল নেতার আগমনে অভিনন্দন শুভেচ্ছা বিনিময় 

ফরিদপুরের বোয়ালমারীতে সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম এর আগমনে শুভেচ্ছা বিনিময় করেন দলের নেতা কর্মীরা। 

 বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ  শুভেচ্ছা বিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বোয়ালমারীতে এসে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ।

আপনাদের প্রথম এবং প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের সব সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে দেয় নাই। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নিরপেক্ষ একটি নির্বাচন করা।

বাংলাদেশ সংস্কার করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করে আপনাদের ঈমানী দায়ীত্ব পালন করুন। 

(মঙ্গলবার ১৯.১১.২৪)বিকেলে বোয়ালমারীতে 
 পথসভায়  তিনি এসব কথা বলেন।
 দেশব্যাপী সহযোগী সংগঠন ও বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেন। 
 তিনি বাংলাদেশ ও দেশের মানুষের কথা সব সময় ভাবেন। তাই ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রের কাঠামো মেরামতে ৩১ দফা তুলে ধরেন।

তিনি চান দেশকে একটি কাঠামোগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। তাই দেশের জনগণের কাছে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ করে দিন।

এসময় উপস্থিত   ছিলেন- স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব শাহরিয়ার শিথিল ও আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু 

 স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, লুৎফর রহমান, মোহাম্মদ আবু হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow