বোয়ালমারীতে বিএনপি ও অংগ সংগঠনের পৃথকভাবে মহান বিজয় দিবস উদযাপন
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসসটি পালন করেছে পৃথকভাবে। সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে শহরে একটি মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অপর দিকে ফরিদপুর-১আসনের বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু'র নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
অন্যদিকে সকাল সাড়ে আটটায় দিবসটি পালন করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামাম বকুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মী শহরে একটি র্যালি প্রদক্ষিণ করে। পরে বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন গণকবরে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন মামুন মৃধা, হোসেন সালেহ্ প্রিন্স, আনিসুজ্জামান তপু, প্রমুখ।
এছাড়া দিবসটি পলন করেছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আলাদাভাবে নানা কর্মসূচি উদযাপন করছে।
What's Your Reaction?