বোয়ালমারীতে বিএনপির পথসভা অনুষ্ঠিত 

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি
Sep 12, 2024 - 19:40
Sep 12, 2024 - 19:52
 0  7
বোয়ালমারীতে বিএনপির পথসভা অনুষ্ঠিত 

ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির' আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১১ সেপ্টেম্বর বিকেলে দরিহরিহর নগর ক্লাব চত্বরে,  গুনবহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি মো. ইনুচ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারী ডিগ্রি কলেজের সাবেক ভিপি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী, শামচুদ্দিন মিয়া ঝুনু। 
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা, শেখ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, এনায়েত হোসেন মেম্বার, বিএনপি নেতা মিল্টন খান,পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক পৌর কাউন্সিলর ফরিদ হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রসুল বিশ্বাস,মো,জাফর মাষ্টার,  কামরুজ্জামান হাসান, চতুল ইউনিয়ন বিএনপি'র সভাপতি একলিম শরিফ, কামাল হোসেন, মাসুদুর রহমান,মো. শহিদুল ইসলাম প্রমূখ। এসময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা করতে হবে, এবং তারুণ্যের প্রতীক তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে আসবে সেই প্রত্যাশা করি। 
বিএনপি নেতা মিল্টন খান বলেন,১৭ টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মূহুর্ত,অপেক্ষা করতে হয়েছিল কখন যেন আমাকে ধরে নিয়ে যায়। খুনি হাসিনা মনে করেছিল ৪১সাল পর্যন্তু খমতায় থাকবে! কিন্তু উনি সকল মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। পথসভা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গুনবহা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow