ব্যতিক্রমী প্রশিক্ষণে শিক্ষার নতুন দিগন্তে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 18, 2025 - 22:33
 0  4
ব্যতিক্রমী প্রশিক্ষণে শিক্ষার নতুন দিগন্তে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক নতুন যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সরকারি ছুটির দিনেও ব্যতিক্রমী এই আয়োজনে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— শিক্ষার্থীদের জন্য "আলো জ্বালাবো নিজের ভিতরে", আর শিক্ষকদের জন্য "গুণগত শিক্ষার পরিবেশ: চ্যালেঞ্জ ও পদক্ষেপ"।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মোঃ মোজ্জামেল হক দুলালের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশ নেন। সভাপতির ভাষ্যে, “১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় বহুদিন ধরে প্রচলিত ধারায় পরিচালিত হয়ে আসছিল। এখন সময় এসেছে শিক্ষক ও শিক্ষার্থীদের যুগোপযোগী করে তোলার। আর সে লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই।”

প্রশিক্ষণ প্রদান করেন— কুমিল্লা সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহাম্মদ শাহানুর আলম, ফেনীর সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুল হক এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন।

বিদ্যালয়ের সভাপতি মো. মোজ্জামেল হক দুলালের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষকের পৃথক সেশনে অংশ নেন বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও ১২০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের প্রত্যেকে আন্তরিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং এটি নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow