ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিমে কেমিক্যাল, ‘আনার ফ্যাক্টরি’কে জরিমানা

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 16, 2025 - 17:54
 0  5
ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিমে কেমিক্যাল, ‘আনার ফ্যাক্টরি’কে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় “আনার আইসক্রিম ফ্যাক্টরি”-তে অভিযান চালিয়ে তেমনই এক ভয়াবহ চিত্র তুলে আনলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পরিচালিত ওই অভিযানে দেখা যায়, আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হচ্ছে নানা ধরনের কেমিক্যাল, রং ও স্যাকারিন। পাশাপাশি ফ্যাক্টরিটির পরিবেশও ছিল একেবারে অস্বাস্থ্যকর।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই। লাইসেন্স বা সঠিক কাগজপত্রও দেখাতে পারেনি তারা। ফলে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আগামীতেও চলবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow