ব্রাহ্মণবাড়িয়ায় চাউলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায়

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Dec 17, 2024 - 21:10
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় চাউলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায়

মঙ্গলবার ১৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া অনন্দবাজারে বিভিন্ন চাউলের দোকানে অভিযান,পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স কর্তৃক চাউলের বাজার তদারকি কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহযোগীতা করেন। ৫ আনসার ব্যাটলিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করেন, একটা বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  ইফতেখারুল আলম রিজভী জানান, জেলার অনন্দবাজার এলাকায় বিভিন্ন চাউলের পাইকারী দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান কালে দেখা যায়, মেসার্স আলহাজ ধন মিয়া নামক চাউলের প্রতিষ্ঠানে বর্ধিত মূল্যে চাউল বিক্রয়ের সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এবং কি পরিমান চাউল কতদিন মজুদ, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
 এর প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
 ব্যবসায়িদের ন্যায্যমূল্যে চাউল বিক্রয়, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow