ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

আখনুক ভূঁইয়া সাআদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Sep 25, 2024 - 19:22
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদি (২৮) সহ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ও রাত ১০ টার দিকে র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই শহরের সরকার পাড়া এলাকার৷

আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow