ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার পর গা ঢাকা দিয়েছে ঘাতকরা 

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Jun 7, 2024 - 16:57
 0  11
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার পর গা ঢাকা দিয়েছে ঘাতকরা 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে গুলি করে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেল পৌণে ৫ টায় মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাযা ও পরে গ্রামের বাড়ি সদর উপজেলার উত্তর সুহিলপুরে ২ য় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত ফারাবীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উদ্ধার হয়নি হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি।
এদিকে প্রকাশ্যে ফিল্মিস্টাইলে গুলি ছুঁড়ে ছাত্রলীগ কর্মী ইজাজকে হত্যার ঘটনার পর এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রকাশ্যে এমন হত্যাকান্ডের ঘটনায় আতংকের ঘোর কাটেনি এলাকাবাসীর। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা ও তার অনুসারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের বাড়ি কলেজ পাড়ায় চলছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা- মা।  ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। 
নিহতের মা ফেরদৌসী রহমান বলেন, আমার একমাত্র ছেলে ইজাজ। নির্বাচনের আনন্দ মিছিল আমার একমাত্র বুকের ধন খালি করছে। নির্বাচনের দিন বিকেলে তাকে ফোন দিয়ে বাসায় আসতে বলেছিলাম, জানাল চলে আসবে। আমি ছেলে হত্যার বিচার চাই। 
নিহত ইজাজের বাবা আমিনুর রহমান বলেন, যে সন্তান হারায়, সে বুঝে বুকের কত যন্ত্রণা। হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগ নিবিড় ভাবে মাঠে কাজ করছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকারীরা যেখানেই থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।  
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহদাৎ হোসেন শোভনের বিজয় মিছিল করার সময় শহরের কলেজ পাড়া এলাকায় প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল উদ্দিনের সমর্থক জালাল উদ্দিন খোকার নির্দেশে ইজাজের মাথায় গুলি করে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় নেয়ার  পথে তার মৃত্যু হয়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow