ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ২টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযানে উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে ৩৬০ পিস, আইবল ক্যান্ডি ৪১ হাজার ৫২৫ পিস এবং ফুচকা ২ হাজার ৫০০ কেজি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটককৃত এসব ভারতীয় চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৬১ হাজার টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার চোরাচালানী পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
What's Your Reaction?






