ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ভাড়া নিয়ন্ত্রণহীন,পৌরকর্তৃপক্ষ উদাসীন

ব্রাহ্মণবাড়িয়া শহরে অটো রিকশার ভাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করলেও এটি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পৌরকর্তৃপক্ষের। ফলে সাধারণ মানুষকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা নেই। অটো রিকশা চালকরা যার যার ইচ্ছামতো ভাড়া হাঁকছেন। এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আগে যেখানে ১০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দূরত্ব কম হলেও চালকরা বাড়তি ভাড়া আদায় করছে যাত্রীদেরকে জিম্মি করে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌরসভা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং যাত্রীদের কোনো অভিযোগ থাকলেও তা আমলে নেওয়া হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, "প্রতিদিন কাজের প্রয়োজনে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু এখন যে হারে ভাড়া নেওয়া হচ্ছে, তাতে আমাদের জন্য চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে কঠোর মনিটরিং চালাতো, তাহলে এ সমস্যার সমাধান হতে পারত।"
অন্যদিকে,একাধিক চালকদের দাবি, প্রতিদিন গাড়ি জমা ৪৫০ টাকা, চার্জ বিল ১৬০,অন্যদিকে ট্রাফিকের যন্ত্রণাতো আছেই, রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়িয়ে নিতে হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক কর্মকর্তা মোহাম্মদ আল-মাসাদ, লাইসেন্স ইন্সপেক্টর জানান, "অটো রিকশার ভাড়া নিয়ন্ত্রণে আনতে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।"
সাধারণ মানুষ চান, পৌরসভা দ্রুত কার্যকর পদক্ষেপ নেক এবং নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করে তা কঠোরভাবে বাস্তবায়ন করুক, যাতে যাত্রীদের হয়রানি বন্ধ হয়।
What's Your Reaction?






