ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় যুবক গ্রেপ্তার

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Mar 9, 2025 - 19:21
 0  7
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তফা মোহাম্মদ সজল আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের মৃত মোঃ ইসমাঈল হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন।

পুলিশ ও সিএনজি চালকরা জানান, সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ডে একটি পরিচালনা কমিটি রয়েছে, যার মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশাগুলো পরিচালিত হয়। গত ২/৩ দিন ধরে টেলিভিশন সাংবাদিক পরিচয়ে মোস্তফা মোহাম্মদ সজল সিএনজি চালকদের বিরুদ্ধে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তুলে ১০ হাজার টাকা দাবি করছিল। সজল সংবাদ প্রকাশ না করার কথা বলে টাকা দাবি করলে চালকরা তা দিতে অস্বীকার করেন। এরপর সজল সংবাদ প্রচার করার হুমকি দেয়।

শুক্রবার দুপুরে সজল আবারো মোটরসাইকেল যোগে এসে সিএনজি চালকদের টাকা দিতে চাপ দেয়। একপর্যায়ে, চালকরা তার পরিচয় সন্দেহ করলে তার কথাবার্তা যাচাই-বাছাই করে জানা যায় যে সে আসলে কোনো সাংবাদিক নয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই তাকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow