ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Jan 8, 2025 - 21:37
 0  5
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 মঙ্গলবার বিকেলে ও মঙ্গলবার রাতে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ও কলেজপাড়া এবং কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, হাসিনা  আক্তার, ফাতেমা আক্তার, খলিল মিয়া ও জাহাঙ্গীর আলম।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সাড়ে নয়টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে  ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিনা আক্তার ও ফাতেমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি উপজেলার শিবনগর গ্রামে। একই রাতে অপর অভিযানে পৌর শহরের বাইপাস কলেজপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে র‌্যাব-৯, সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ি আখাউড়ার মসজিদ পাড়ায়। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow