ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরের রামকানাই উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে (পাইকপাড়া এলাকায়)ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সাহেরা খাতুনে (৩৫) নামে এক গৃহবধূ মূত্যুর অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ২০ জানুয়ারি সোমবার বিকালে প্রবাসীর গর্ভবতী স্ত্রী সাহেরা খাতুন কে তার স্বজনরা ইসলামিয়া হাসপাতালে এনে ভর্তি করায়। সন্ধ্যা ৭ টার দিকে সাহেরাকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়, গাইনি ডাক্তার ডাঃ মাহফিদা আক্তার হ্যাপীর তত্ত্বাবধানে সাহেরার সিজার অপারেশন সম্পন্ন করা হয়। সিজারের পর থেকে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে সিজারের সবগুলো সেলাই খুলে যায়। রাত ৪ টার দিকে পুনরায় ডাঃ মাহফিদা আক্তার হ্যাপী ক্ষতস্থান সেলাই করেন। সেলাই করার পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে সাহেরার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সাহেরার স্বজনরা জানায়, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের কে জানালেও তারা বলেন রোগী এভাবেই কয়েক ঘন্টা থাকবে। আমরা পরে দেখবো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খিচুনি উঠে বুধবার সকাল ৭ টার দিকে সাহেরা খাতুনের মৃত্যু হয়। সাহেরা খাতুন আখাউড়া উপজেলার গাজীর বাজার সংলগ্ন ক্ন্দােই গ্রামের রহমত আলীর পুত্রবধূ। সাহেরা খাতুন সদ্য ভূমিষ্ঠ কন্যাসহ ৫ সন্তানের জননী। নবজাতক শিশু কন্যাটি সুস্থ আছে বলে জানা যায়। এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলে ডাঃ মাহফিদা আক্তার হ্যাপীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানায়, ঘটনা আমি মৌখিকভাবে জানতে পেরেছি, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?